Home » » ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : 28 October, 2021 | 11:24:00 AM

ছাদেকুর ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধা পুলিশ সুপার মোহাম্নদ তৌহিদুল ইসলাম' র নিদের্শনায় সাঘাটা উপজেলাকে মাদক মুক্ত রাখার লক্ষে সাঘাটা থানার বিচক্ষণ অফিসার ইনচার্জ মতিউর রহমান এর নির্দেশ মোতাবেক গত (২৭ অক্টোবর) মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ থানা পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা বিচক্ষণ অফিসার ইনচার্জ মতিউর রহমান এর নির্দেশ মোতাবেক এস আই রবিউল ইসলামের নেতৃত্বে ওএ এস আই মামুন সহ এই আই জোবাইদুর রহমান, এস.আই এস আই গোলাম মোস্তফা,, এ এস আই আসলাম হোসেন, এ এস আই রাশেদ, এ এস আই সাজ্জাদ, সহ সংঙ্গীয় ফোর্স মঙ্গলবার দিবাগত রাতে সাঘাটা উপজেলার পূর্ব ঝাড়াবর্ষা গ্রামে অবস্থিত সাঘাটা ডিগ্রী কলেজের পাশে অভিযান চালিয়ে আব্দুল বারী কসাই এর ছেলে খাদেমুল ইসলাম (২৭) কে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রাখা ৩৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে সাঘাটা থানা বিচক্ষণ অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, গাইবান্ধা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশনা মতে সাঘাটা থানা মাদক মুক্ত করার উদ্দেশ্যে গতকাল রাতে এই অভিযান চালান। তিনি আরো বলেন, সাঘাটা উপজেলা'কে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে এই অভিযান চলমান থাকবে। অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রাখার অপরাধে আটককৃত ২ মাদক ব্যবসায়ীর ( বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)১০( ক) /৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ একটি মামলা দায়ের করে মঙ্গলবার সকালে গাইবান্ধা জেল হাজতে প্রেরন করা হয়।