মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুরে পৌর শহর জুয়া খেলার অপরাধে দুই জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২২ অক্টোবর) আটক দুই জুয়াড়ীকে পুলিশ দিনাজপুর বিজ্ঞ আদালতের পাঠিয়েছেন। মামলা সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই শাহিন শেখ সর্ঙ্গীয় ফোর্স পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের মাহমুদপুর (শান্তির মোড়) গ্রামের খালেদা বেগম ইউক্লিপটাসের বাগানে জুয়ার আসরে অভিযান চালান। পুলিশের উপস্থিত টের পেয়ে ৬/৭ জন জুয়ারু পালিয়ে যায়।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে নগদ ১ হাজার ১৮০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দসহ দুই জুয়াড়ীকে গ্রেপ্তার করেন। আটককৃতরা হলেন, বিরামপুর পৌর শহরের মাহমুদপুর (শান্তিরমোড়) মহল্লার মৃতঃ হামিদ মিয়ার ছেলে লিটন (৩০) ও একই মহল্লার আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৮)। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মতিয়ার রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া খেলার সমস্যা দুই জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয় এবং ৬/৭জন জুয়াড়ী পালিয়ে যায়। তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিরামপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা হয়েছে। মামলা নং-২০, তাং ২১/১০/২০২১ইং। শুক্রবার (২২ অক্টোবর) সকালে আটক জুয়াড়ীদের দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাঁকী জুয়াড়ীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।