Home » » সাঘাটায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের

সাঘাটায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের

চিলাহাটি ওয়েব ডটকম : 08 October, 2021 | 10:41:00 PM

ছদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : সমাপনী রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধার সাঘাটার ৪নং মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামে ১০ দিন ব্যাপি গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত মাসের ২৬ তারিখে শুরু হওয়া এই মৌলিক প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার রালি ও সমাপনী আলোচনা মধ্য দিয়ে প্রশিক্ষনের শেষ হয়। দুপুরে মুক্তিনগর ইউনিয়ন পরিষদের হলরুমে সমাপনী আলোচনা সভায় উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত অফিসার সাহেলা খাতুনের সভাপতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সহকারী জেলা কমান্ডান্ট গৌতম চন্দ্র মোদক। আলোচনার সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ১০ দিন ব্যাপি গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অংশ গ্রহণ করেন উক্ত ইউনিয়নের ৩২ জন ছেলে ও ৩২ মেয়ে।