Home » » এসো নিয়মের গান গাই

এসো নিয়মের গান গাই

চিলাহাটি ওয়েব ডটকম : 17 October, 2021 | 11:59:00 PM

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
এসো নিয়মের গান গাই 
> নীতুল ইয়াছমিন < 
 
এসো একহাতে লড়ি, আরেক হাতে গড়ি-
অন্য হাতটা কেটে দেই, সে হাতটা অজুহাত!
অন্যায় জুলুমের, হাতগুলো কেটেছেটে দেই-
নত হয়ে আর নয়! যতই থাক ঘাতপ্রতিঘাত। 
 
 এসো মুখোশধারী গিরগিটিদের জব্দ করি,
এরা চোখের পলকে প্রতি মুহূর্তে রং বদলায়!
তীক্ষ্ণ দৃষ্টি রাখো সমাজ পরিবর্তন করতে,
ওদের নোংরা কামনার তরী আর যেন না বায়।
 
এসো বন্ধুগণ কাঁধে কাঁধ মিলিয়ে, নীতির পথে হাটি-
সত্যকে জয় করতে, ওদের পদতলে পিষে মাড়ি।
আর নয় হেলাফেলা! কঠোর ভাবে হাল ধরো,
বহুরূপের পোশাক পরে, ওরা দেয় না যেন পাড়ি।
 
 এসো একতায় চলি জীবনের কথা বলি,
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত,জীবন কি তা বুঝি।
অন্ধভাবে আর বেঁচে থাকা নয়! ভয়কে কর জয়,
নিত্য মরা থেকে ঘুরে দাঁড়াই, এসব কি রুচি! 
 
এসো বন্ধুগণ, জীবনকে উপভোগ করতে শিখি-
এ কেমন জীবন মরণ! আর সয়না আঘাতের ছুড়ি!
যুগে যুগে অসহায় মানুষেরা পায় যে যন্ত্রণা!
অন্যায়ের ইতিহাস, হয়েছে ভুড়ি ভুড়ি এসব তো সিনা চুরি!
 
এসো নিয়মের গান গাই, শুদ্ধতার প্রতীক হই।
মিলেমিশে ন্যায় নীতির হাতগুলো প্রসারিত করি
জীবন তো থেমে থাকা নয়! মরণ তো একবারই হয়,
এসো দেশটাকে নিয়মের দেশ, শান্তির দেশ গড়ি।