Home » , , » চিলাহাটিতে রাতের আঁধারে গৃহবধূর ঘরে ইমাম

চিলাহাটিতে রাতের আঁধারে গৃহবধূর ঘরে ইমাম

চিলাহাটি ওয়েব ডটকম : 15 September, 2021 | 3:28:00 PM

ফাইল ছবি
ফাইল ছবি
চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে গভীর রাতে গৃহবধূর ঘরে মসজিদের ইমাম প্রবেশ করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে বারোটায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিলাহাটির বাসষ্টান রহমানিয়া জামে মসজিদ (পানি মসজিদ) এর ইমাম চিলাহাটি ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনিস্ট ১ সন্তানের জননীর বাড়িতে রাতের আঁধারে যায়।
ঘরের ভিতরে ফুসফাস আলাপ টের পেয়ে মেয়েটির শশুর গেটে তালা লাগিয়ে দেয় এবং সবাইকে ডাকাডাকি শুরু করে।
একপর্যায়ে ঘটনাস্থলে মসজিদের কমিটির লোকজন সেখানে গিয়ে হুজুরকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। উপযুক্ত অপরাধীকে কোন বিচার না করে ছেড়ে দেওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।