Home » , , » চিলাহাটিতে ৯ম দফায় ১৫টি পাথরের ওয়াগন

চিলাহাটিতে ৯ম দফায় ১৫টি পাথরের ওয়াগন

চিলাহাটি ওয়েব ডটকম : 12 September, 2021 | 3:08:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : এবার ৯ম দফায় আসোলো ভারতীয় ১৫টি পাথরের ওয়াগন। নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশনে আজ রবিবার ভারতের আলিপুরদুয়ার ডিভিশনের ডামডিম স্টেশন থেকে ১৫টি পণ্যবাহী ওয়াগনে খুলনার মোতাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এর ৮ শত ৯৫ দশমিক ২ মেট্রিক টন পাথর আসে। চিলাহাটি রেলওয়ে গুডস সরকারি ইসমাইল হোসেন জানান করোনা পুরোপুরি শিথিল হলেই এই পথেই যাত্রীবাহী ট্রেন চলবে।