Home » » বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবককে মৃত্যু

বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবককে মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 03 September, 2021 | 10:42:00 PM

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : দিনাজপুর জেলার বিরামপুরে নিজবাড়িতে ড্রিল মেশিন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (৩০) নামের এক যুবককে মৃত্যু হয়েছে। 
শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিরামপুর পৌর শহরের ৮নং ওয়ার্ডের বিছকিনি গ্রামে এই ঘটনা ঘটে। মৃত দেলোয়ার হোসেন বিছকিনি গ্রামের আব্দুল গফফারের ছেলে। বিষয়টি বিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দেলোয়ার হোসেন নিজ বাড়িতে ড্রিল মেশিন মেরামতের কাজ করছিলেন। হঠাৎ বিদুতের তারে জড়িয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জুলেখা বানু তাঁকে মৃত ঘোষণা করেন। 
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক জুলেখা বানু জানান, বিদ্যুতের তারে জড়িয়ে অজ্ঞান দেলোয়ারকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। এবিষয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান বলেন, দেলোয়ার গ্রামে টুকটার বিদ্যুতের কাজ করতেন। 
বাড়িতে নিজের ব্যবহৃত ড্রিল মেশিন মেরামত করার সময় হঠাৎ করে তারে জড়িয়ে অজ্ঞান হয়ে যান। ওই অবস্থায় তাঁকে স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।