Home » » বিরামপুরে ওয়ারেন্টের আসামী গ্রেপ্তার

বিরামপুরে ওয়ারেন্টের আসামী গ্রেপ্তার

চিলাহাটি ওয়েব ডটকম : 11 September, 2021 | 11:26:00 PM

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুর জেলার বিরামপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টের আসামী মেহেদুল ইসলাম ওরফে মেহেদী (২৭) নামে একজন কে গ্রেপ্তার করে। 
মামলা সুত্রে জানা যায়, শনিবার(১১ সেপ্টেম্বর) সকালে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এএস আই(নিঃ) আনিছুর রহমান ও এএস আই(নিঃ) বজলুর রহমানের নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের বিজুল ডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্টের আসামী মেহেদুল ইসলাম ওরফে মেহেদী (২৭) নামে একজন কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টের আসামী, মেহেদুল ইসলাম ওরফে মেহেদী (৩৩) বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের বিজুল ডাঙ্গা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। 
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, মেহেদুল ইসলাম ওরফে মেহেদী এস টি৫৭৬/১৫, জি আর ৪৭০/১৮ (বিরামপুর), জি আর ১৬৫/১৯ (বিরামপুর), এস টি-৫৭৬/১৫-এর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তিনি আরো জানান, শনিবার (১১সেপ্টেম্বর) দুপুরে যথাযথ পুলিশ স্কট এর মাধ্যমে আসামীকে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।