Home » » বিরামপুরে চোলাইমদসহ গ্রেপ্তার-১

বিরামপুরে চোলাইমদসহ গ্রেপ্তার-১

চিলাহাটি ওয়েব ডটকম : 03 September, 2021 | 10:44:00 PM

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুর জেলার বিরামপুরে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩১৫ লিটার চোলাইমদ, ১২৫ লিটার চোলাইমদ তৈরীর উপকরণ ওয়াশ ও ৭৫টি চোলাইমদ বিক্রির খালি বোতল সহ বাবু লাল হাসদা (৩৪) নামে একজন কে গ্রেপ্তার করে। এসময় তিন জন চোলাইমদ ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। 
মামলা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই শাহাজান সিরাজ ও এসআই শাহিন শেখের নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের রতনপুর (হিন্দু পাড়া) এলাকায় পৃথক পৃথক অভিযান চালান। এসময় ৩১৫ লিটার দেশীয় চোলাইমদ, ১২৫ লিটার চোলাইমদ তৈরীর উপকরন ওয়াশ ও চোলাইমদ বিক্রির ৭৫ টি প্লাষ্টিকের খালি বোতল উদ্ধার পূর্বক বাবু লাল হাসদা (৩৩) নামে একজন কে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিমল হেমরম (৫০), সুশান্না হেমরম (৫৫) ও অসিম হেমরম (৪০) নামে তিন জন চোলাইমদ বিক্রেতা কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত, বাবু লাল হাসদা(৩৩) বিরামপুর উপজেলার ৩নং খাঁনপুর ইউনিয়নের রতনপুর (হিন্দু পাড়া) গ্রামের মৃত লক্ষীরাম হাসদার ছেলে। 
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এই ঘটনায় বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃত আসামী বাবু লাল হাসদাকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।পলাতক তিন আসামীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।