Home » , » চিলাহাটিতে খোলা আকাশের নিচে যাদের কাটে রাত

চিলাহাটিতে খোলা আকাশের নিচে যাদের কাটে রাত

চিলাহাটি ওয়েব ডটকম : 03 August, 2021 | 9:00:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি রেল স্টেশনে ভাসমান অনেক মানুষকে ঘুমাতে দেখা যায়। ঘরহীন এইসব মানুষের অনেকেরই থাকার কোনও আবাস না থাকায় তারা রাত কাটাতে বেছে নেয় এসব স্থানকে। আবার অনেকের ঘর থাকলেও জীবিকার প্রয়োজন কিংবা অন্য কোনও কারণে বাধ্য হন রাস্তাঘাটে এভাবে জীবন কাটাতে। ঘড়ির কাটায় তখন রাত ১০ টা।দেখা যায় এক অসহায় বৃদ্ধ তার পরিবার নিয়ে স্টেশনে শুয়ে আছে । কারও মাথার নিচে বালিশের মত করে দিয়েছেন এক টুকরো ইট বা কাপড়।তিনি বলেন- আমার বাড়ী ডোমারে আমি কোন সরকারি অনুদান আজও পাইনি। ভিক্ষা করে আমি ৪ জনের মুখে খাবার তুলে দেই।আমাদের মুখে একবেলা একমুঠো খাবার তুলে দেয়না কেউ।