Home » , , » চিলাহাটি রেলষ্টেশনে এলো ভারতীয় ৪০টি পাথরের ওয়াগন

চিলাহাটি রেলষ্টেশনে এলো ভারতীয় ৪০টি পাথরের ওয়াগন

চিলাহাটি ওয়েব ডটকম : 12 August, 2021 | 10:03:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ৪র্থ দফায় আসলো ভারতীয় ৪০টি পাথরের ওয়াগন। আজ বৃহস্পতিবার ভারতের আলিপুরদুয়ার ডিভিশনের ডামডিম স্টেশন থেকে ৪০টি পণ্যবাহী ওয়াগনে বাংলাদেশের রাজশাহীর সাব্বির এন্টারপ্রাইজ এর ২ হাজার ৩০০.২ মেট্রিক টন পাথর আসে। এবার এই চল্লিশটি ওয়াগনে বড় পাথর নিয়ে আসা হয়।
চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম জানান, আগামীকাল শুক্রবার ভারতের আলিপুরদুয়ার ডিভিশনের ডামডিম স্টেশন থেকে আবারও ভারতীয় ১৭ টি ওয়াগন চিলাহাটি স্থলবন্দর আসবে। পাথর আমদানির পাশাপাশি খুব শীঘ্রই এ রুটে গম ও ভুট্টা আমদানি করা হবে ‌।
খুব শীঘ্রই চিলাহাটি স্থলবন্দর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে নেপাল ভুটান খুব কাছে হওয়ায় বেশিভাগ পাসপোর্টধারী যাত্রী পথে চলাচল করবে ‌।