
আজ রবিবার নীলফামারী জেলার চিলাহাটিতে ৫ম দফায় ভারতের আলিপুরদুয়ার ডিভিশনের ডামডিম স্টেশন থেকে ১৭টি পণ্যবাহী ওয়াগনে বাংলাদেশের রাজশাহীর সাব্বির এন্টারপ্রাইজ এর ৯৭৭ দশমিক ৫৮৫ মেট্রিক টন পাথর আসে।
এর আগে ৪র্থ দফায় গত ১২ অক্টোবর ৪০টি পাথরের ওয়াগনে সাব্বির এন্টারপ্রাইজ এর ২ হাজার ৩০০.২ মেট্রিক টন পাথর আসে। গত ১ আগষ্ট ভারতের আলিপুরদুয়ার ডিভিশনের ডামডিম স্টেশন থেকে ৪০টি পণ্যবাহী ওয়াগনে ২ হাজার ২৮৫ দশমিক ২০ মেট্রিক টন পাথর আসার মধ্য দিয়ে এ রেলপথে নিয়মিত আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছিলো।
৫ আগষ্ট ২য় দফায় চিলাহাটি রেলষ্টেশনে ভারতীয় ১৮টি ওয়াগনে ১২২ মেট্রিক টন ও ১০ আগষ্ট ৩য় দফায় ৩০টি ওয়াগনে ভারতীয় ওরিয়েন্ট এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড এর ১ হাজার ৭০২ মেট্রিক টন পাথর আসে। এ দিকে বাংলাদেশে এ পাথর নিয়ে আসে রাজশাহীর শুভ এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড।