আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচলের মাধ্যমে স্থলবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ৫৬
বছর বন্ধ থাকা এ স্থলবন্দর দিয়ে বর্তমানে পণ্যবাহী ট্রেন চলাচল করছে।
পরবর্তীতে এ পথে যাত্রীবাহি ট্রেনও চালু হবে। ১৯৫৩ সালে প্রথম চিলাহাটিতে
একটি আন্তর্জাতিক চেকপোস্ট স্থাপন করা হয় কিন্তু ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত
যুদ্ধের সময় স্থলবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।দীর্ঘ
৫৬ বছর পূর্বে বন্ধ হয়ে যাওয়া চিলাহাটি স্থলবন্দরটিতে গত ১ আগষ্ট ভারতের
আলিপুরদুয়ার ডিভিশনের ডামডিম স্টেশন থেকে ৪০টি পণ্যবাহী ওয়াগনে ২ হাজার ২৮৫
দশমিক ২০ টন পাথর আসার মধ্য দিয়ে এ রেলপথে নিয়মিত আমদানি-রপ্তানির
কার্যক্রম শুরু হয়েছিলো। এরই
ধারাবাহিকতায় বৃহস্পতিবার দ্বিতীয় দফায় চিলাহাটি রেলষ্টেশনে ভারতীয় ১৮টি
পাথরের ওয়াগন সিয়ে এলেন ভারতীয় রেলওয়ের জ্যেষ্ঠ গার্ড নরদ পোদ্দার, লোকো
মাস্টার রাবিশ পাটেল ও গৌরব কুমার।