Home » , » চিলাহাটিতে ট্রেন ও ট্রাকের সংর্ঘষে নিহত-১

চিলাহাটিতে ট্রেন ও ট্রাকের সংর্ঘষে নিহত-১

চিলাহাটি ওয়েব ডটকম : 24 August, 2021 | 1:09:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ট্রেন ও ট্রাকের সংর্ঘষে ১ জন নিহত হয়েছে। ঘটনা স্থলে ফায়ার সার্ভিস, জিআরপি ও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শন করেছে।
জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৭ টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় চিলাহাটির কাজীরহাট নামক লেভেল ক্রসিং স্থানে ইটবাহী ট্রাক দুমরে-মুচড়ে সাকিল নামের ট্রাকের হেলপার নিহত হয় এবং ২ জন গুরুত্বর অহত হয়েছে। আহতরা হলেন-নওগা সদর উপজেলার ট্রাক চালক হাসান মাহামুদ ও ডোমার বোদাপাড়া গ্রামের আবু বক্করের ছেলে ইট ব্যবসায়ী আনিছুর রহমান ।
অহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে চিলাহাটির সাথে ৯ ঘন্টা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে আসা ইট বোঝাই ঢাকা মেট্রো ট ২২-৮১৮৫ ট্রাকটি কাজিরহাট ক্রসিং পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। রেল ক্রসিংএ গেট না থাকায় এই মর্মান্তিক র্দুঘটনা ঘটেছে।