Home » , » চিলাহাটি ষ্টেশনে প্রতি হিংসায় পরিস্কার হয়নি মরা কুকুর

চিলাহাটি ষ্টেশনে প্রতি হিংসায় পরিস্কার হয়নি মরা কুকুর

চিলাহাটি ওয়েব ডটকম : 16 July, 2021 | 11:09:00 PM


জুয়েল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : ষ্টেশন মাষ্টার ও ক্যারেচ ডিপো একে অপরের দায়িত্ব নিয়ে প্রতি হিংসার কারণে তিন দিন যাবত একটি মরা কুকুর চিলাহাটি রেল ষ্টেশনের সামনে ৬ নম্বর রেললাইনে পরে থাকায় সীমাহীন দূর্গন্ধ ছড়িয়ে পরে। ফলে ট্রেন যাত্রীসহ সাধারন মানুষ দূর্গন্ধের স্বীকারে ভূগলেও দেখার কেউ নাই।
চিলাহাটি রেলষ্টেশন মাষ্টার আশরাফুল হক বলেন, ওই জায়গাটি দেখার দায়িত্ব ক্যারেচ ডিপোর। তাঁরা অবহেলায় পরিস্কার না করায় মানুষদের দূর্গন্ধের স্বীকারে পরতে হচ্ছে।
ক্যারেচ ডিপোর টিএক্সআর হাসমত আলী বলেন, যেহেতু ষ্টেশনে একজন সুইপার রয়েছে জনস্বার্থে ষ্টেশন মাষ্টার তাকে দিয়ে পরিস্কার করলে যাত্রীদের দূর্গন্ধের স্বীকারে পরতে হতো না।