Home » » পার্বতীপুরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ

পার্বতীপুরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 10 July, 2021 | 10:19:00 PM

পার্বতীপুর বিশেষ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : সেনা প্রধানের নির্দেশে ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম কামরুল হাসান এনডিসি, এইচডিএমসি,পিএসসি, জিসিও রংপুর অঞ্চলের দিনাজপুর জেলায় দুস্থ্য মানুষের সহায়তা প্রদানের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অব্যাহত রেখেছেন। 
আজ শনিবার ১০ জুলাই পার্বতীপুর উপজেলার স্টেডিয়াম মাঠে ৬শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। সকাল সাড়ে ৯টায় কর্মসূচির উদ্বোধন করেন, ১৬ পদাতিক ব্রিগেড বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি। 
উপস্থিত ছিলেন ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লেঃ কর্নেল লতিফা রহমান, দিনাজপুর জেলা সমন্বয়কারী ৩৬ বীর অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল-ইমরান, মেজর মোঃ আনোয়ারুল করিম, মেজর এমএম মাসুদ, ক্যাপ্টেন দিলরুবা ইয়াছমিন. ক্যাপ্টেন নসরাত জাহান মিলা, লেঃ ইমন ইসলাম। এছাড়াও দিনাজপুর সদর উপজেলার রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ও বিরল উপজেলার বিরল সরকারী কলেজ মাঠে কর্মহীন দুস্থ্য অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিরলে খাদ্য বিতরণ কালে ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি ও ২০ বীর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম পিএসসি উপস্থিত ছিলেন।