Home » , » চিলাহাটিতে যুব নেতৃত্ব বিকাশে শিক্ষানবিশ কার্যক্রমের উদ্বোধন

চিলাহাটিতে যুব নেতৃত্ব বিকাশে শিক্ষানবিশ কার্যক্রমের উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 10 June, 2021 | 7:02:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে যুবনেতৃত্ব বিকাশে শিক্ষানবিশ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর আয়োজনে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় একশন ফর ইম্প্যাক্ট (এফোরআই) প্রকল্পের আওতায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 
উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি, কেতকীবাড়ী, গোমনাতী এবং বামুনিয়া ইউনিয়নে দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠি বিশেষ করে যুব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে উন্নয়ণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্যে একশন ফর ইম্প্যাক্ট (এফোরআই) প্রকল্প বাস্তবায়ন করছে।
 তৃণমুল যুব জনগোষ্ঠিকে উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত করা, ইউনিয়ন পর্যায়ে যুবদের সংগঠিত করে দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণের অয়োজন করা, ইউনিয়ন পরিষদ স্ট্যান্ডিং কমিটি সহ ইউনিয়ন পরিষদের নেতৃত্বে বিভিন্ন কমিটির কার্যক্রমে যুব জনগোষ্ঠির সম্পৃক্ত করণে উদ্যোগ গ্রহণ এবং যুব ইন্টার্ণদের সাথে ইউনিয়ন পরিষদের পরিচয় করিয়ে দেয়া ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভোগডাবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ইউপি সদস্য, সুশীল সমাজের ব্যক্তিগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং যুবসংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।