Home » » রেলপথ মন্ত্রী এর পক্ষ থেকে চেক বিতরণ অনুষ্ঠান

রেলপথ মন্ত্রী এর পক্ষ থেকে চেক বিতরণ অনুষ্ঠান

চিলাহাটি ওয়েব ডটকম : 18 June, 2021 | 2:20:00 AM

নাহিদ হাসান অয়ন : রেলপথ মন্ত্রী , বাংলাদেশ আওয়ামীলীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক,বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এমপি আজ ১৭ জুন বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নব নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল (মুজিব চিরঞ্জীব) এর উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। মুজিব চিরঞ্জীব উদ্বোধন করার পর মন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে মুজিব চিরঞ্জীব ও জেলা শিক্ষা ও সাংস্কৃতিক ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় মন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক ও মন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে অসহায় মানুষদের মাঝে অনুদানের চেক প্রদান করেন। এর পর মন্ত্রী পঞ্চগড় পুলিশ লাইন্সে,জেলা পুলিশ আয়োজিত পঞ্চগড় জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসক ড.সাবিনা ইয়াসমিনের বদলী জনিত বিদায়ী সংর্বধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।