Home » » আটোয়ারীতে বজ্রপাতে এক মহিলার মৃত্যু

আটোয়ারীতে বজ্রপাতে এক মহিলার মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 11 June, 2021 | 10:01:00 PM

এ রায়হান চৌধূরী রকি,আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে এক মহিলা নমৃত্যু হওয়ার খবর পাওয়াগেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তোড়িয়া ইউনিয়নের নাওগঞ্জ এলাকার মোশারফ হোসেনের স্ত্রী মারজিনা বেগম (৩০) শুক্রবার সকালে তার ভাই আঃ কুদ্দুস এর মোটরসাইকেল যোগে বাবার বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপারা এলাকায় যাওয়ার পথে মানিকপীর মাজারের পাশে বজ্রপাতে মৃত্যু বরন করেন। 
এসময় সাথে থাকা তার শিশু মেয়ে মিম ও ভাই কুদ্দুস সুস্থ আছে। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সইফুজ্জামান বিপ্লব ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ দুলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।