মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর। রোববার সন্ধ্যা ৬টায় সান্তাহার রেলওয়ে থানাধীন মাধনগর স্টেশন সংলগ্ন এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা উত্তরা ট্রেনে এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে রেলওয়ে থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, ওই অজ্ঞাত নারী মাধনগর স্টেশন এলাকায় রেললাইন দিয়ে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিলেন এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা উত্তরা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় এখনো পাওয়া যায়নি।