Home » » ভাউলাগঞ্জে তিস্তা নদীর পাড় কেটে বালু উত্তোলন

ভাউলাগঞ্জে তিস্তা নদীর পাড় কেটে বালু উত্তোলন

চিলাহাটি ওয়েব ডটকম : 15 June, 2021 | 10:30:00 AM

চিলাহাটি ওয়েব ডেস্ক : দেবিগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবৈধভাবে তিস্তা নদীর পাড় কেটে বালু নিয়ে যাচ্ছে বলে ভূক্তভোগী এলাকাবাসীরা জানিয়েছেন। এতে পাড় ঘেঁষা আবাদী জমি ও বাড়ি হুমকীর মুখে পড়েছে। গত রবিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা তিস্তা নদীর পাড় কেটে বালু মহেন্দ্র নিয়ে যাচ্ছে। আলাপকালে ট্রলির ড্রাইভার জুয়েল ইসলাম জানান বালু গুলা চেয়ারম্যানের নির্দেশে কাটা হচ্ছে এবং তার বাসায় যাচ্ছে।
 অপরদিকে এলাকাবাসী চিলাহাটি ওয়েব ডটকমকে জানায় চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন বালু কেটে নিয়ে যাচ্ছে। মুঠোফোনে ১নং চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান কামাল মোস্তাফিজুর রহমান নয়নের সঙ্গে কথা বললে তিনি জানান এ ব্যাপারে তিনি কিছু জানেনা তবে তার নাম ভাঙ্গিয়ে কেউ যদি বালু কেটে নিয়ে যায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।