আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ফুলবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ গড়তে নারীর ক্ষমতায়নে উপজেলা তথ্য সেবার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকাল সাড়ে ৫টায় পৌর এলাকার চকসাহাবাজপুর গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূইঁয়া ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রোখসানা খাতুন নার্গিস প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলেন ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে সরকারী সেবা গ্রহন ও নারীর ক্ষমতায়নে উপজেলা প্রশাসনের এই উঠান বৈঠক। যাতে সঠিক ভাবে সকলে রাষ্ট্রিয় সেবা গ্রহন করতে পারেন।
উঠান বৈঠকে চকসাহাবাজ পুর গ্রামের বিভিন্ন বয়সের শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।