Home » » ঠাকুরগাঁওয়ে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা

চিলাহাটি ওয়েব ডটকম : 19 June, 2021 | 11:57:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ‌ব্যুরো,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁও সদর থানার পৌরশহরের সাহাপাড়া মৌজায় অজ্ঞাত কারনে বাড়ীর সকলের অজান্তে এক যুবকের গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। 
শুক্রবার দিবাগত রাতের যে কোন সময়ে নিজ শয়ন কক্ষে এ ঘটনা ঘটে বলে জানা যায়। শুক্রবার রাতে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে দড়ি বেধে গলায় ফাস দিয়ে আতœহত্যা করে ঐ মৌজার সহিদুর রহমান ও বিলবিস বেগম দম্পতির ছেলে মেহেদী হাসান বাধন(২২)। সংশ্লিষ্ট ওয়াড কাউন্সিলর মো. রমজান আলী জানান রাতের কোন সময়ে এই আতœহত্যার ঘটনা ঘটেছে এবং এর কারন কি. তা কেউ বলতে পারেননি। বিষয়টি সদর থানা পুলিশে জানানো হয়েছে।