Home » » ফুলবাড়ীতে অবৈধ্য হিজড়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্বাহী অফিসার বরাবর আভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ্য হিজড়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্বাহী অফিসার বরাবর আভিযোগ

চিলাহাটি ওয়েব ডটকম : 24 June, 2021 | 11:06:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ফুলবাড়ীতে হিজড়া সম্প্রদায়ের যাচাই বাছায়ের জন্য ও অবৈধ্য হিজড়া সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যস্থানিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের। 
গত ২৫/০৫/২০২১ ইং তারিখে ফুলবাড়ী উপজেলার হিজড়া সম্প্রদায়ের যাচাই বাছায়ের জন্য সভাপতি ও গুরুমা হিজড়া সম্প্রদায়ের সাথী রেখা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যাহার সূত্র প্রাপ্তি নং-১৫৯১। তারিখ-২৫-০৫-২০২১। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ছদ্মবেশী হিজড়াদের উৎপাতে প্রকৃত হিজড়াদের জীবন জীবিকার ব্যাঘাত ঘটছে। ছদ্মবেশীরা নকল হিজড়া বেশে অসামাজিক কার্যক্রম যেমন, মাদক, চোরাচালান, ব্লাক ব্যবসা ও গ্রামে গিয়ে বাসায় ঢুকে সাধারণ মহিলাদের সাথে অসৌজন্যমূলক আচরন করছেন ফুলবাড়ী উপজেলা বারোকোনা নয়াপাড়া গ্রামের সোবহানের পুত্র মোঃ মমিনুল ইসলাম (৩৫) ছদ্ম নাম শাবনুর ও একই গ্রামের আনিছুর রহমান এর পুত্র মোঃ ফেলু (৩৩) ছদ্ম নাম (সাথি) এবং সামসুদ্দিন এর পুত্র মোঃ ফরহাদ (৩৬) ছদ্ম নাম পলী এই ৩ জন হিজড়া নয় এমন ব্যক্তিরা প্রকৃত হিজড়াদের পরিচয় দিয়ে সমাজের মানুষকে হয়রানি করছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন সভাপতি ও গুরুমা সাথী রেখা। ফুলবাড়ী উপজেলার হিজড়া সম্প্রদায়ের সভাপতি ও গুরুমা সাথীরেখা সাংবাদিকদেরকে জানান, বিশেষ কিছু লোক ও উল্লেখ্য ব্যক্তিরা পুরুষ যাদের স্ত্রী সন্তান থাকার পরেও হিজড়া বেশে বিভিন্ন জায়গায় প্রকৃত হিজড়াদের রুজি-রুটিতে বাধা সৃষ্টি করছেন। আমরা এদের তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে ন্যয় বিচার চাই।