Home » » বাড়িতে ডাউন সিনড্রোম শিশুদের পরিচর্যার জন্য পিতা-মাতার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

বাড়িতে ডাউন সিনড্রোম শিশুদের পরিচর্যার জন্য পিতা-মাতার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 17 June, 2021 | 12:06:00 PM

 


পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :পার্বতীপুরের স্থানীয় বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর আয়োজনে আজ ১৭ জুন নিজস্ব হল রুমে ডিআরআরএ লাফ প্রজেক্ট ও লিলিয়ন ফন্ড এর সহযোগীতায় বাড়িতে ডাউন সিনড্রোম শিশুদের পরিচর্যার জন্য পিতা-মাতার ব্যবস্থপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়। চলবে আগামীকাল ১৮ জুন শুক্রবার দুপুর পর্যন্ত। সংস্থাটির নির্বাহী পরিচালক মতিউর রহমান। এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন ডিআরআরএ লাফ প্রজেক্ট এর ফিজিও থ্যারাপিষ্ট মঞ্জুরুল আলম। এসময় উপস্থিত ছিলেন কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর প্রশাসনিক কর্মকর্তা (অর্থ) মোকারম হোেেসন মানিক, আইটি অফিসার জাহেনুর আলম, সহকারী অডিটর ধরনীকান্ত বর্মন ও অফিস সহকারি নিশাত তাবাসসুম জ্যোতি। অনুষ্ঠানটি সঞ্চলন করেন ফিজিও থ্যারাপিষ্ট সাজ্জাদুর রহমান।