Home » , , » চিলাহাটিতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, আহত ১

চিলাহাটিতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, আহত ১

চিলাহাটি ওয়েব ডটকম : 28 April, 2021 | 1:00:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক শিশু নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। 
পারিবারিক সূত্রে জানা গেছে,-গোমনাতি ইউনিয়নের জিয়ারুল হকের ৬ বছরের শিশু জুবাইয়া তার মা রুবিয়ার সাথে কেতকীবাড়ী ইউনিয়নে তার মামা জাহিদুল এর বাড়ীতে বেড়াতে আসে।
ঘটনার দিন মঙ্গলবার সকালে জুবাইয়া তার মামাতো বোন ৯ বছরের শিশু রুবাইয়ার সাথে ঘরে খেলতে থাকে।
এমতঅবস্খায় দরজার কাছে চাপ লেগে তার ছিড়ে শিশু দুটি বিদ্যুৎস্পৃষ্ট হলে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেয়ার আগেই জুবাইয়ার মৃত্যু হয়েছে। অপর শিশুটি সুস্খ্য আছে।
কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু সত্যতা স্বীকার করে জানিয়েছেন, বিদ্যুতায়িত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।