Home » , , » ধানকাটা শ্রমিক বহনকারী চিলাহাটি'র মাইক্রোবাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত- ১, আহত-৮

ধানকাটা শ্রমিক বহনকারী চিলাহাটি'র মাইক্রোবাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত- ১, আহত-৮

চিলাহাটি ওয়েব ডটকম : 21 April, 2021 | 2:15:00 AM


জয়পুরহাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জিয়ারমোড় এলাকায় মাইক্রোবাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত- ১ ও আহত-৮ হয়েছেন। পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করায়। বাবা ছেলে একসাথে কৃষি কাজে বের হবার পর দূর্ঘটনার প্রাণ হারালেন বাবা রবিউল ইসলাম (৫০)। ডোমারের মির্জাগঞ্জ হতে আত্রাই কৃষি কাজের উদ্দেশ্য ১৫ জন শ্রমিক মৌসুমী ধানকাটার জন্য যাচ্ছিল।