Home » , » চিলাহাটিতে দুস্থদের জন্য ২ টাকায় ইফতার

চিলাহাটিতে দুস্থদের জন্য ২ টাকায় ইফতার

চিলাহাটি ওয়েব ডটকম : 30 April, 2021 | 11:27:00 AM


আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে নিম্নআয়ের রোজাদারদের জন্য দুই টাকার ইফতারি সরবরাহ করছে স্থানীয় একটি সামাজিক সংগঠন। টিম মার্চেন্টস নামে সংগঠনটি করোনায় বেকার হয়ে পড়া দুস্থ ও অসহায় রোজাদারদের মাঝে বিতরণ করছে।
সংগঠনটির পক্ষে খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে ৭ পদের ইফতার বিতরণ করতে দেখা যায়।
বিনামূল্যে খাবার সংগ্রহে যাতে কারো আত্মসম্মানে আঘাত না লাগে সেজন্যই ইফতারের বিনিময় মূল্য দুই টাকা রাখা হয়েছে বলে জানান সংগঠনের উপ-প্রতিষ্ঠাতা আদনান প্রামানিক।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় ব্যবসায়ী নবিনুর রহমান জানান, নামমাত্র মূল্যে ইফতার তুলে দিয়ে সত্যিই মহানুভবতার পরিচয় দিয়েছে তরুণদের এই সংগঠনটি। টিম মাচেন্টস হিসাব রক্ষক ইসরাফিল ইসলাম( ডন) বলেন-সবাইকে একসাথে কাজ করলে চিলাহাটিতে গরীব ও দুস্থ মানুষের মুখে খাবার দিতে পারবো।

সংবাদটি ভিডিও আকারে দেখতে নিচে ক্লিক করুন