Home » , » চিলাহাটিতে পৈত্রিক সূত্রে মাদ্রাসার কবরস্থানের জমি দখল

চিলাহাটিতে পৈত্রিক সূত্রে মাদ্রাসার কবরস্থানের জমি দখল

চিলাহাটি ওয়েব ডটকম : 24 April, 2021 | 12:31:00 PM


চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি জে.ইউ.ফাজিল মাদ্রাসার কবরস্থানের জমি পৈত্রিক সূত্রে দাবি নিয়ে মৃত. মহির উদ্দিনের পুত্র জসিয়ার রহমান টিনের ছাপড়া দিয়ে দখল করেছে। কবরস্থানের জমির মালিকানা দাবী করায় দাফনকৃত লাশের পরিবারের লোকজন হতাশায় ভুগছে। দীর্ঘদিনের ব্যবহারকৃত কবরস্থানটি দখলমুক্ত করতে প্রশাসনসহ স্থানীয় সুধিজনের হস্তক্ষেপ কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, মৃত মহির উদ্দিন মৌখিক ভাবে সাড়ে ৬ শতক জমি চিলাহাটি ফাজিল মাদ্রাসায় দান করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ সেই জমির উপর কবরস্থান নির্মান করার পর স্থানীয় অনেক গুনীজনদের লাশ দাফন করেন। যা বিএস রেকর্ডে কবরস্থানের নামে অন্তরর্ভুক্ত রয়েছে। মহির উদ্দিনের মৃত্যুর পর তার ছেলে পিতার দানকৃত জমির দাবি করায় অনেকেই হতবার্ক হয়ে পরে। তাছাড়া কবরস্থানে মৃত. ব্যাক্তির লাশ গুলি দাফন করার সময় তারা কোন আপত্তি করেনী।

জসিয়ার রহমান চিলাহাটি ওয়েব ডটকমকে বলেন, ৪০ও ৬২ সালের রেকর্ড মূলে ৮২৫৪, ৮২৫৫, ৮২৫৭ এই তিন দাগে সাড়ে ৬ শতক জমি পৈত্রিক সূত্রে মালিকানা নিয়ে টিনের ছাপড়া দিয়েছি। মাদ্রাসার অধ্যক্ষ লোকজন নিয়ে টিনের ছাপড়া ভাঙ্গতে এসেছে। তাদের কাছে ওই জমির কোন দলিল থাকলে দেখাতে বলেন। তারা জোর পূর্বক আমার পৈত্রিক সম্পত্তি জমি দখল করে ব্যবসা ভিত্তিক কবর প্রতি দুই বিঘা আবাদি জমির সমমূল্যের জমি বা টাকা হাতিয়ে নিয়ে স্থানীয় প্রভাবশালীদের লাশ দাফন করেছে।

চিলাহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জাকির হোসেন চিলাহাটি ওয়েব ডটকমকে বলেন, এ ব্যাপারে মাদ্রাসায় রেজুলেশন করা আছে। কবরস্থানটি রক্ষা করার দায়িত্ব সকলের।