Home » , » চিলাহাটিতে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টায় স্বামী হাজতে

চিলাহাটিতে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টায় স্বামী হাজতে

চিলাহাটি ওয়েব ডটকম : 08 April, 2021 | 2:31:00 AM

জুয়েল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি'র কেতকীবাড়ীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টায় স্বামী আব্দুর মালেক(২৪)বর্তমানে জেল হাজতে রয়েছে।
আটককৃত মালেক চিলাহাটি ষ্টেশন পাড়া মৃত.বাবুলের ছেলে বলে জানা গেছে। দীর্ঘদিন থেকে নেশার টাকার জন্য নির্যাতনের শিকার স্ত্রী ফাতেমা বেগম (১৯) দুই বছরের ছেলে নিয়ে বোতলগঞ্জ গ্রামে পিতা জয়নালের বাড়ীতে চলে যায়।
গত সোমবার রাত ৮ টায় মালেক শশুর বাড়ীতে গিয়ে নেশার টাকার জন্য স্ত্রীর উপর চাপ প্রয়োগ করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে বাড়ীর পাশে নিয়ে গিয়ে ছোড়া দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। ফাতেমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আব্দুর মালেক কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর সালাম চিলাহাটি ওয়েব ডটকমকে বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যার চেষ্টা মামলা দয়ের পর আসামীকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।