আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব:
নীলফামারী জেলার ১নং ভোগডাবুরী ইউনিয়নের মৃত
বীরমুক্তিযোদ্ধা জাকারিয়া বসুনীয়ার সুযোগ্য সন্তান এ কে এম জাহাঙ্গীর
বসুনীয়া রাসেল আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার মাঝি হতে চান।
তিনি আসন্ন ইউনিয়ন পরিয়দ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয়
প্রর্তিক পেলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসাবে দিতে
পারবেন বলে প্রত্যাশা করেছেন। তার পিতা চেয়ারম্যান পদে ৭৩ ও ৭৮ সালের গরুর
গাড়ী প্রর্তিক নিয়ে নির্বাচন করেছেন। পিতার সেই ঔতিহ্যকে ধরে রাখতে
তিনি এবার চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে প্রচার প্রচারনায় নেমেছেন।
জাহাঙ্গীর বসুনীয়া রাসেল পিতার আদর্শে বিশ্বাসী হয়ে ৯৩ সালে ছাত্রলীগের
সাংগঠনিক কাজে জড়িয়ে পরেন। দীর্ঘদিন পড়াশুনার পাশাপাশি ছাত্রলীগের বলিষ্ঠ
ভূমিকা পালন কালে তিনি ৯৯ সালে সেনবাহিনীতে যোগদান করেন।
সেনাবাহিনীতে কর্মরত থাকা কালিন সময় বিভিন্ন দেশের মিশনে নিষ্ঠার সাথে
দায়িত্ব পালন করেন। ১৪ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহনের পর ইউনিয়ন
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতির দায়িত্ব গ্রহন করেন। ১৫ সালে
ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নির্বাচিত হন। এছাড়াও
তিনি জাতীয় রিক্সা ও ভ্যান শ্রমিক লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির
দায়িত্ব পালন করে আসছেন।
এ কে এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল কর্ম জীবন ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা
নিয়ে ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষের সেবক হতে চান। তৃর্ণমুলের সকল
মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করিয়া ভোগডাবুরী ইউনিয়নকে মডেল
ইউনিয়ন বানার কারিগড় হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান। ইউনিয়নের
প্রতিটি হাট-বাজার, রাস্তা-ঘাটে তার ব্যানার, পোষ্টার সকলের নজর কেড়ে
নিয়েছে। পাড়া মহল্লায় তকে নিয়ে চলছে গুনজন। তিনি দলীয় সিদ্ধান্তের উপর
বিশ্বাসী।