আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব :নীলফামারীর জেলার ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আজ শনিবার ছাত্র লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ গোমনাতি ইউনিয়ন শাখার সভাপতি শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী -১ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,ডেপুটি কমান্ডার ডোমার উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধা একেএম কবির দুলু, বাংলাদেশ ছাত্রলীগ ডোমার উপজেলা শাখার
সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক,আওয়ামী যুবলীগ ডিমলা উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক ফেরদৌস পরভেজ
ছাত্রলীগ ডোমার উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহাম্মেদ,ডোমার সরকারি কলেজ শাখার সাবেক সাভাপতি আব্দুল আল মামুন রিমুন,গোমনাতি ইউনিয়ন শাখার সাবেক যুগ্ন আহ্বায়ক আইনুল হক সুজন,গোমনাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ, ছাত্রলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ রাশেদ ইসলাম বসুনীয়া প্রমূখ। উক্ত সভা সঞ্চালনা করেন ছাত্রলীগ গোমনাতি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণপদ রায়। কর্মী সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রুল মডেল। তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।