Home » » রাণীনগরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

রাণীনগরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

চিলাহাটি ওয়েব ডটকম : 17 March, 2021 | 7:02:00 PM

সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও জন্মশত বার্ষিকীর কেক কাটার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন,নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনের এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আনোয়ার হোসেন হেলাল। অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা,আবুল হাসনাত খান হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আরিফ রাঙ্গা,গোলাম হোসেন গোল্লাহ,সাফাত হোসেন,সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু ও প্রচার সম্পাদক খালেকুজ্জামান খালেকসহ আওয়ামীলীগ ও সহযোগি অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া খায়ের করা হয়।