Home » » রাণীনগরে ১২০ পাউন্ড ওজনের কেক কেটে ওয়ালটন ডে উদযাপন

রাণীনগরে ১২০ পাউন্ড ওজনের কেক কেটে ওয়ালটন ডে উদযাপন

চিলাহাটি ওয়েব ডটকম : 20 March, 2021 | 7:44:00 PM

সাহাজুল ইসলাম, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব: নওগাঁর রাণীনগরে ১২০ পাউন্ড কেক কেটে ওয়ালটন ডে উদযাপন করা হয়েছে। রাণীনগর বাজারের ওয়ালটন পরিবেশক হাজী টেলিকম এ্যান্ড ইলেকট্রনিক্স এর উদ্দ্যেগে ওয়ালটন ডে উদযাপন উপলক্ষে শনিবার বিকেল সাড়ে ৫ টায় রাণীনগর সরকারি পাইলট মডেল স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে থানার মোড় বটতলীতে হাজী টেলিকম এ্যান্ড ইলেকট্রনিক্সের প্রধান কার্যালয়ে ১২০ পাউন্ড কেক কাটা হয়। হাজী টেলিকম এ্যান্ড ইলেকট্রনিক্সের প্রোপাইটর এবং ওয়ালটন গ্রæপের এক্সক্লুসিভ পরিবেশক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওয়ালটন গ্রæপের ডিভিশনাল হেড মিজানুর রহমান মানিক, রিজিওনাল সেল্স ম্যানেজার এন ইউ তারেক, রিজিওনাল সেল্স ম্যানেজার মনজুর আহমেদ, টেরিটরি সেল্স ম্যানেজার হাসিব চৌধুরী, রাণীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ওয়ালটন ডে উদযাপন উপলক্ষে এবং ডিজিটাল ক্যাম্পিন সিজন-১০ এর উদ্বোধন উপলক্ষে এমন আয়োজন করা হয়।