Home » , » কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 17 March, 2021 | 3:34:00 PM

মিজানুর রহমান,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ২৫ জন বিকলঙ্গ কিশোর-কিশোরী প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, নির্বাহী অফিসার রোকসানা বেগম, কৃষি অফিসার হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার ফরহাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল, উপজেলা আ'লীগ সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু প্রমুখ। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জননেত্রী শেখ হাসিনার এমন মানবিক উপহার হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধীরা আনন্দ উচ্ছ্বাসে উদ্বেলিত হয়ে উঠে।