Home » » রাণীনগর থানা পুলিশের সচেতনতা মূলক কর্মসূচী অনুষ্ঠিত

রাণীনগর থানা পুলিশের সচেতনতা মূলক কর্মসূচী অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 21 March, 2021 | 6:35:00 PM

সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে নওগাঁর রাণীনগর থানাপুলিশের সচেতনতা মূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এলক্ষে র‌্যালী,মাস্ক বিতরণ, মাইকিং করে সচেতনতা সৃষ্টিসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা পলিশের আয়োজনে এবং রাণীনগর থানাপুলিশের উদ্যোগে রবিবার সকাল ১০টায় র‌্যালী বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়। র‌্যালী চলাকালে উপজেলা গোল চত্বরে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনের এমপি আলহাজ মো: আনোয়ার হোসেন হেলাল,নওগাঁ জেলা পুলিশের সদর সার্কেল আবু সাইদ,রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ আলোচনায় অংশ নেয়। এছাড়া থানাপুবিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ স্থানীয় লোকজন কর্মসূচীতে অংশ নেয়। এসময় সাধারণদের মাঝে মাস্ক,লিফলেট,বিতরণ ও সচেতনতামূল মাইকিং করা হয়।