রবিউল ইসলাম,স্টাফ রির্পোটার,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চিলাহাটি সানমুন কিন্ডার গার্টেন মাঠে যুব সংগঠন এর আয়োজনে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আজাদুল ইসলাম প্রামানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএসএস এর প্রকল্প পরিচালক আলাউদ্দীন আলী।
বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বমুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, সাবেক চেয়ারম্যান বাবু মনোরঞ্জন রায়, ভোগডাবুড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু তাহের সরকার, কেতকীবাড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যানরাকিব আহসান প্রধান।
এছারাও উপস্থিত ছিলেন সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, মাওঃ রবিউল আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর আলম বসুনিয়া,নিয়াজ মোর্শেদ সরকার, বাংলাদেশ ছাত্রলীগ,চিলাহাটি আঞ্চলিক শাখার সাবেক সভাপতি মাহাবুল হক প্রামানিক ওহাবুল, রুবাইয়াদ হোসেন ডন, অর্পণ যুব সংঘের সভাপতি রিপন ইসলাম, যুব নেতা আসমিরা জাহান দৃষ্টি প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় এলাকার সূধীজন, যুব সংগঠনের নেতা/নেত্রী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুণ্ঠানটি সঞ্চালনা করেন উদায়স্কুর সেবা সংস্থার সমন্বয়কারী নির্মল রায়।