Home » » উন্নয়নের আরেক নাম আওয়ামীলীগ

উন্নয়নের আরেক নাম আওয়ামীলীগ

চিলাহাটি ওয়েব ডটকম : 11 March, 2021 | 7:07:00 PM

চিরিরবন্দর প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের চিরিরবন্দরে ভিয়াইল ইউনিয়নের সুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা প্রকৌশলী মুহা. ফারুক হাসান, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, স্থানীয় ভিয়াইল ইউপি চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু মনিন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক তাপস কুমার রায় শানু, বিদ্যালয়ের সভাপতি ডা. সুনিল কুমার রায়, প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।