আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারীতে ৮০ বোতল ফেন্সিডিল ও নাম্বারবিহীন মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করার খবর পাওয়া গেছে।
সোমবার রাতে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকা হতে আটোয়ারী থানার এস, আই দীপেন্দ্রনাথ সিংহ এর নেতৃত্বে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গোপন সুত্রে নামাজপাড়া এলাকার আব্দুল জলিলের পুত্র মো: জাহাঙ্গীর আলম (২২)ও আটোয়ারী উপজেলার
কাঠালী পানপাড়া এলাকার
আমিনুল ইসলামের ছেলে মো:লাবু (১৯) কে ৮০ বোতল ফেন্সিডিল ও নাম্বারবিহীন মোটরসাইকেল সহ আটক করে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন আটকের সত্যতা শিকার করে বলেন তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।