Home » » কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের মনোসামাজিক কাউন্সেলিং ট্রেনিং অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের মনোসামাজিক কাউন্সেলিং ট্রেনিং অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 23 March, 2021 | 10:17:00 PM

মিজানুর রহমান -কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারী কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ২৩ ও২৪শে মার্চ, মঙ্গল/বুধবার ২দিনব্যাপী জনগনের জন্য মনোসামাজিক কাউন্সেলিং ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার ২৩ মার্চ সকালে উপজেলা টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, গ্রাম উন্নয়ন কমিটি,শিশু সুরক্ষা বিষয়ক পুলিশ অফিসারের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জানা গেছে, সমাজের ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে জনসাধারণের সামাজিক ও আত্মিক সুস্থতা,শিশুর মানসিক বিকাশ, সন্তান লালন-পালনে মা-বাবার দক্ষতা বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও পারিবারিক পরিমণ্ডলে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সুসম্পর্ক নিশ্চিত করতে এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। 
এপির প্রোগ্রাম অফিসার সানজিদা আনসারির সার্বিক সহযোগিতায়, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেসি একাউন্টাবিলিটির ফিল্ড কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম,এছাড়া আরো উপস্থিত ছিলেন, এপি'র ম্যানেজার পিকিং চাম্বুগং, প্রোগ্রাম অফিসার শ্যামল মন্ডল,মিন্টু বিশ্বাস, স্পন্সরশীপ সিস্টেম এন্ড সাপোর্ট অফিসার মনিদিও প্রমুখ।