Home » » পরের জন্মে আমারই হইও

পরের জন্মে আমারই হইও

চিলাহাটি ওয়েব ডটকম : 02 February, 2021 | 10:52:00 PM

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
পরের জন্মে আমারই হইও 
 
>>> পাপিয়া আক্তার <<<
 
যদি বহুবার পদচারণ হয় আমাদের
এই সুন্দর পৃথিবীতে,একই উচ্চারণে আমি
বার বার তোমাকেই কাছে ডাকবো। 
এই জন্মের হয়ে যায় যদি অবসান হোক না,
পরের জন্মে তুমি আমারই হইও।
 
 হাজারো সমুদ্রের জলের সমান ভালবাসা
চোখে নিয়ে,কন্ঠে হাজারো বীণার ঝংকার
তুলে প্রেমের আঁচল ছাঁয়ে আমায় ডেকো।
দক্ষিনা বাতাসে আমার এলোমেলো চুল
গুলো তে তোমার আঙ্গুলের স্পর্শ দিও,
আঙ্গুলের ডগায় এক চিমটি ভালবাসা
মিশিয়ে চুলগুলো ঠিক করে দিও।
 
প্রজাপতি হয়ে আমার ঘরের জানালায়
উঁকি দিও,আমার খোঁপায় বেলী ফুলের
সুবাস নিও,আমার দেহের রঙে নয়,আমার
চোখের কাজলের কালো রঙে মুগ্ধ হইও।
নক্ষত্রের নীলিমা নিবাসে লালাভ স্নেহের
মতো উষ্ণ নীল ভালবাসা দিও। 
এই জন্মের পরের জন্মেও প্রেমিক হইও।
 
মধ্যরাতের অকারণ কান্নার কারন হইও
টলমল করা দুই ফোঁটা অশ্রু জল হয়ে
চোখের কোণে চুপটি করে বসে থেকো।
তোমাকে পাওয়ার সবটুকু আনন্দ আর
হারিয়ে ফেলার সবটুকু কষ্ট ঐ অশ্রু ফোঁটায়
জমা রেখে নিঃশব্দে গাল ছুঁয়ে নেমে যেও।
 
 তুমি বরং একটা বিকেল ধার দিও
পায়ের সাথে পা রেখে পথ চলো!
ফুটপাতে তোমার পাশের খানিকটা জায়গা
আমায় ভাড়া দিও,আমি শুধু উদাস হয়ে
 তুমি নামক আকাশটাকে দেখবো।
এই জন্মে যা কিছু অপূর্ণ আছে পরের জন্মে
তা সুদে আসলে পূর্ণ করে চুকিয়ে দিও।
 
তুমিতো না ছুঁয়েও বলে দিতে পারো
ভীষণ জ্বরে পুড়ছি,ঔষুধে অনিয়ম হলে
সুযোগে একটু বকে দিও।ছুঁয়ে থাকা
অতীত ভুলে আবারো প্রেমিক হইও,
কিছু মিথ্যে প্রতিশ্রুতি না হয় বাক্স বন্দি 
করে রেখো, হৃদয়ে জমে থাকা কষ্টগুলো
কে নিংড়ে শুধু ভালোবেসো।
 
তুমি বরং আমারই হইও।
আমার গল্পের ভালোবাসা, বিচ্ছেদ জুড়ে
তুমিই রইও,বহু বছর অদেখা রয়ে তুমি
না হয় হঠাৎ করেই আমায় ছুঁইও,বুকের
ভেতর কষ্ট নিয়ে তুমি না হয় আমার কোলে
শান্তি খুঁজো,তুবও তুমি আমারই হইও,এই
জন্মশেষ হলে পরের জন্মে প্রেমিক হইও।