নজরুল ইসলাম,বোদা :
পঞ্চগড়ের বোদায় করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন এসে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজিউর করিম রাজু করোনা ভ্যাকসিন রিসিভ করেন। প্রথম ধাপে ২৮ শত মানুষকে দেওয়ার জন্য ভ্যাকসিন আসে। ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিন প্রধান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। যারা থাকছেন গ্রহণ করতে চান তাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে কোন দিন কাকে ভেকসিন প্রদান করা হবে। নাম রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে নিজ উদ্যোগে নাম রেজিস্ট্রেশন করতে হবে ভ্যাকসিন গ্রহণে নাম রেজিস্ট্রেশন কোন খরচ নাই। ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র এ নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা গণ নাম রেজিস্ট্রেশন করছেন।এন্ড্রয়েড ফোন দিয়ে বাড়িতে বসেও নাম রেজিস্ট্রেশন করা যায়। মম রেজিস্ট্রেশন করার সময় নিজের মুঠোফোন ও ন্যাশনাল আইডি কার্ড সঙ্গে আনতে হবে। করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এবং রেজিস্ট্রেশন করতে আজ সকালে বোদা উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহি অফিসার মোঃ সোলেমান আলী সভায় সভাপতিত্ব করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজিউল করিম রাজু সভায় বক্তব্য রাখেন।