Home » » ফুলবাড়ীতে ইউএসএস এর গণশুনাণী

ফুলবাড়ীতে ইউএসএস এর গণশুনাণী

চিলাহাটি ওয়েব ডটকম : 25 February, 2021 | 11:24:00 PM

কুড়িগ্রাম প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুব কর্মসংস্থান সৃষ্টি, সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা ও উত্তরণে করণীয় শীর্ষক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহঃবার সকালে উদয়াঙ্কুর সেবা সংস্থা ইউএসএস এর আয়োজনে একশনএইড বাংলাদেশের সহযোগিতায়, ইয়ুথ লিড ডিজিটাল এনগেজমেন্ট প্রজেক্টের আওতায় ইসলামিক ফাউণ্ডেশন হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানেমিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মনিরুজ্জামান, দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ মঞ্জু। এছাড়াও উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থা ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী কায়কোবাদ হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুর রউফ, ইয়ুথ লিড ডিজিটাল এনগেজমেন্ট প্রকল্পের প্রজেক্ট অফিসার মোকাদ্দেস হোসেন লিটু, যুব। উক্ত অনুষ্ঠানটির সঞ্চালন করেন ইয়ুথ চ্যাম্পিয়ন পিতাম্বর বর্মণ কৃন্ষ।