Home » » কিশোরগঞ্জে করোনা ভাইরাসের টিকা প্রদান শুরু

কিশোরগঞ্জে করোনা ভাইরাসের টিকা প্রদান শুরু

চিলাহাটি ওয়েব ডটকম : 07 February, 2021 | 8:39:00 PM

মিজানুর রহমান কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : সারাদেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসুচীর উদ্ধোধন করেন উপজেলা নিবার্হী অফিসার রোকসানা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু সফি মাহমুদ, মেডিকেল অফিসার সুজাত শরিফ জেমস প্রমুখ। ডাঃ আবু শফি মাহমুদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সিনিয়র ষ্টাফ নার্স সানজিদা আক্তারকে প্রথম করোনা টিকা দেয়া হয়। সকাল ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত মোট ২৫ জনকে টিকা প্রদান করা হয়ছে। তিনি আরো বলেন, এ উপজেলায় প্রথম পর্যায়ে মোট ৪২৫০ জনকে টিকা প্রদান করা হবে। যারা টিকা নিতে আগ্রহী তারা ৩০ জুন পর্যন্ত রেজিষ্ট্রেশন করতে পারবেন।