Home » » ফুলবাড়ীতে ওয়ালটন কোম্পানীর বিপনন সেবা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ওয়ালটন কোম্পানীর বিপনন সেবা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 15 February, 2021 | 10:44:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ফুলবাড়ী বেসিক এনজিও কার্যালয়ে ওয়ালটন কোম্পানীর বিপনন সেবা বিষয়ে ৩২টি এনজিও’র ম্যানেজারদেরকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সোমবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার সিংগার শোরুমের ২য় তলায় বেসিক এনজিও’র কার্যালয়ে ওয়ালটন কোম্পানীর বিপনন সেবা বিষয়ে আলোচনা সভা ফুলবাড়ী এনজিও কো-অডিনেশন ফোরামের সভাপতি এম এ কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জোন/ওয়ালটন কোম্পানীর এরিয়া ম্যানেজার মোঃ সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়ালটন কোম্পানীর নীলফামারী জোনের মোঃ আসাদুজ্জামান , ওয়ালটন কোম্পানীর সৈয়দপুর এর মোঃ মোকলেছুর রহমান, এরিয়া ম্যানেজার মোঃ মেহেদি হাসান, ফুলবাড়ী ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ জুনমুন প্রামানীক। এছাড়া আলোচনা সভায় প্রধান বক্তা ওয়ালটন কোম্পানীর এরিয়া ম্যানেজার মোঃ সালেহ আহমেদ ওয়ালটন কোম্পানীর বিভিন্ন পন্য বাজারজাত করন ও বিক্রয় পলিসি ও ক্রেতাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া নিয়ে তথ্য তুলে ধরেন। 
প্রধান অতিথি বলেন, বাংলাদেশে একমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন কোম্পানী, এই কোম্পানীর পণ্য বিদেশে রপ্তানী ও দেশে বিক্রয় হচ্ছে যা আমরা বিক্রয়ে ক্রেতাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছি। দেশিও পণ্য ব্যবহার করুন এবং অর্থনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যান। এসময় ফুলবাড়ী উপজেলার ৩২টি এনজিও’র ম্যানেজার অংশগ্রহন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্যামল চন্দ্র সরকার, নির্বাহী পরিচালক বেসিক এনজিও ফুলবাড়ী। এছাড়া ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেনসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।