Home » » ডিমলায় দুগ্ধ খামারী উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

ডিমলায় দুগ্ধ খামারী উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 17 February, 2021 | 11:07:00 PM

মাজহারুল ইসলাম লিটন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডিমলায় বুধবার দুপুরে পল্লীশ্রী ইউনিট অফিসে পল্লীশ্রী রিকল ২০২১ প্রকল্প ডিমলার আয়োজনে ও অক্রফাম ইন বাংলাদেশের সহযোগিতায় দুগ্ধ খামারী ও প্রাইভেট সেক্টর প্রতিনিধিদের মধ্যে ডেইরী ভ্যালু চেইন উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 
 সভায় বক্তব্য রাখেন, ডিমলা সোনালী ব্যাংক ডিমলা শাখার ব্যবস্থাপক নিরঞ্জন কুমার রায়, রুপালী ব্যাংক ডালিয়া শাখার ব্যবস্থাপক মোশায়েক এলাহী কেতন, ব্রাক ব্যাংক ডিমলার ব্যবস্থাপক এনাম আলী, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, ডেইরী ব্যবসায়ী সহিদুল ইসলাম, বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও পল্লীশী রিকল প্রকল্প ডিমলার সমন্বয়ক পুরান চন্দ্র বর্মন প্রমুখ।