Home » » ফুলছড়িতে ভূমি অফিস নির্মাণ কাজের উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

ফুলছড়িতে ভূমি অফিস নির্মাণ কাজের উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

চিলাহাটি ওয়েব ডটকম : 25 February, 2021 | 11:53:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারী ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। 
সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকাল ১১ টায় উদাখালী উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে উপজেলার উদাখালী ও উড়িয়া ইউনিয়নের জন্য কাতলামারী ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী আহসান কবির, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উদাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন মিয়া প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ ভবন নির্মাণে ব্যয় হবে ৫৪ লক্ষ ৭৬ হাজার ৭৫০ টাকা। পরে ডেপুটি স্পিকার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে অংশগ্রহন করেন।