বিশেষ পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম নামের এক ৪র্থ শ্রেণির স্কুল ছাত্রের মর্মান্তিকভাবে মৃত্যু বরন করেছে। সে নওদাপাড়া গ্রামের উজ্জলের ছেলে।
আজ মঙ্গলবার সন্ধ্যে পৌনে ৬টার সময় এ ঘটনাটি ঘটে হলদিবাড়ী কাজিপাড়া সড়কে। সে সাইকেলে চড়ে হলদিবাড়িতে যাচ্ছিল। এসময়ে একটি বালুভর্তি ট্রাক্টর সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।