Home » » ডোমারে টিকা গ্রহণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আনসার ভিডিপির রালী

ডোমারে টিকা গ্রহণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আনসার ভিডিপির রালী

চিলাহাটি ওয়েব ডটকম : 14 February, 2021 | 11:16:00 PM

গোপাল চন্দ্র রায়- ডোমার(নীলফামারী)প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : "করোনা মোকাবেলায় আমি টিকা নিয়েছি সুস্থ্য আছি, আপনিও টিকা নিন সুস্থ্য থাকুন" এই শ্লোগানে নীলফামারীর ডোমারে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
রোববার(১৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে কোভিট-১৯ টিকা গ্রহণ ও উদ্ভুদ্ধকরণ সংক্রান্ত জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি রালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আনসার ভিডিপির কোম্পানি কমান্ডার আব্দুল হালিম, সহকারী কোম্পানি কমান্ডার আব্দুস সালাম, ভিডিপির পাঙ্গা মটুকপুর ইউনিয়ন দলনেতা রাকিব ইসলাম প্রমূখ।
রালী ও আলোচনা সভায় ভিডিপির ইউনিয়ন দলনেতা,দলনেত্রী, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দলনেতা,দলনেত্রী এবং বিভিন্ন ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী কমান্ডারসহ ভাতাভোগী ৬২জন অংশ নেন।