Home » , » চিলাহাটিতে এক্স সোলজার এর শীত বস্ত্র বিতরণ

চিলাহাটিতে এক্স সোলজার এর শীত বস্ত্র বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 05 January, 2021 | 1:40:00 AM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ডিফেন্স এক্স সোলজার ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন(ডেসওয়া) ট্রাষ্ট চিলাহাটি শাখা। নীলফামারী জেলার চিলাহাটি শাখা অফিস কার্যালয়ে আজ সোমবার সকাল ১১ টায় ২০০ জন হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠােোনর সভাপতিত্ব করেন ডিফেন্স এক্স সোলজার ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন(ডেসওয়া) ট্রাষ্ট চিলাহাটি শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম (অবঃ), এ উপস্থিত ছিলেন ডিফেন্স এক্স সোলজার ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন(ডেসওয়া ) ট্রাষ্ট এর নীলফামারীর জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক (অবঃ),সহ-ক্রীড়া সম্পাদক রেজাউল ইসলাম মুকুল (অবঃ),দপ্তর সম্পাদক আহসান হাবীবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।